খুলনায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার বেলা ১১ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে দোয়ায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে শফিকুল আলম মনা বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু প্রমুখ।

