আবারও ঘোলাটে হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরিবেশ। গত ফেব্রুয়ারীতে ছাত্র সংঘাতের সময় শিক্ষক লাঞ্চিতের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে কুয়েট শিক্ষক সমিতি। এছাড়া কুয়েটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের পুর্নবাসন করা হচ্ছে অভিযোগ এনে মানববন্ধন করেছে কিছু শিক্ষার্থী।
জানা গেছে, গত ১৮ ফেব্রয়ারী শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতির দেওয়া তিন সপ্তাহ সময় অতিবাহিত হওয়ার পরেও ভাইস চ্যান্সেলর কোন পদক্ষেপ না নেয়ায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন ও কালো ব্যাজ ধারণ করে। ২৬ আগষ্টের মধ্যে তাদের দাবী মেনে না নিলে শিক্ষক সমিতি কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে। এছাড়া ২১ আগস্ট ২৬ আগষ্ট পর্যন্ত প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত কুয়েট প্রশাসনিক ভবনের নিচে অবস্থান ও কালব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে। কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, কুয়েটে আওয়ামী দোসর ও পূর্বের সুবিধাভোগীদের পুনর্বাসন করার অভিযোগ এনে কিছু সংখ্যক শিক্ষার্থী দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন রাহুল জাবেদ, ইফাজ জমাদ্দার, শাকিব ফয়সাল অয়ন প্রমূখ। মানববন্ধন শেষে তারা ভাইস চ্যান্সেলরের নিকট স্মারকলিলিপি প্রদান করেন।
সংকটের কথা স্বীকার করলেন কুয়েটের ভিসি প্রফেসর ডঃ মুহাম্মদ মাকসুদ হেলালী। তিনি বলেন, এখানে কাজ করলেও সমস্যা, না করলেও সমস্যা। পরিস্থিতি এমন যে, একটা কাজ করার আগে আমাকে ১০ বার ভাবতে হচ্ছে। তিনি বলেন, আমার প্রশাসন চালানোর জন্য যেভাবে সাজানো দরকার সেভাবেই সাজাচ্ছি। আনীত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য তার।

