বছরের প্রথম পাঁচ মাসে আমানত বৃদ্ধিতে শীর্ষে ব্র্যাক, ইসলামী ও ডাচ্–বাংলা ব্যাংক
দেশের ব্যাংক খাতে আমানত বৃদ্ধির শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি ৮ হাজার ১২৪ কোটি টাকা আমানত বেড়েছে ব্যাংকটিতে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “প্রশ্নের মুখে পড়া ব্যাংক থেকে মানুষ ভালো ব্যাংকের দিকে আসছে। এ ছাড়া সুদের হারও বেড়েছে। এই কারণে ভালো ব্যাংকগুলোতে আমানত বাড়ছে।”
📌 শীর্ষ পাঁচ ব্যাংকের আমানত বৃদ্ধি (জানুয়ারি–মে ২০২৫):
-
ব্র্যাক ব্যাংক: +৮,১২৪ কোটি টাকা (৭০,৪২৫ → ৭৮,৫৪৯ কোটি)
-
ইসলামী ব্যাংক: +৭,৭৮২ কোটি টাকা (১,৫৮,৪৩৫ → ১,৬৬,২১৭ কোটি)
-
ডাচ্–বাংলা ব্যাংক: +৬,৮৬০ কোটি টাকা (৫২,৫৮৮ → ৫৯,৪৮৮ কোটি)
-
ইউসিবি: +৩,৩২৬ কোটি টাকা (৫৭,৪১২ → ৬০,৭৩৮ কোটি)
-
পূবালী ব্যাংক: +৩,৯৯৫ কোটি টাকা (৭০,৬৩৭ → ৭৪,৬৩২ কোটি)
এর বাইরে সিটি ব্যাংক, আইএফআইসি, যমুনা, ব্যাংক এশিয়া ও ঢাকা ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের আমানতও বেড়েছে।
ব্র্যাক ব্যাংকের এমডি (চলতি দায়িত্বে) তারেক রেফাত উল্লাহ খান বলেন, “বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে আস্থার শীর্ষে আছে ব্র্যাক ব্যাংক। আমরা সারা দেশে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দিচ্ছি। এ কারণেই আমানত সবচেয়ে বেশি বেড়েছে।”
অন্যদিকে ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খাঁন জানান, “গ্রাহকের আস্থা ফিরেছে। সরকার বদলের পর অনিয়ম বন্ধ হওয়ায় আমানত বাড়ছে।”
ডাচ্–বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন বলেন, “আমাদের প্রযুক্তিনির্ভর সেবা ও শাখা সম্প্রসারণের কারণে আমানত বেড়েছে।”
বিশেষজ্ঞদের মতে, ব্যাংক খাতে আস্থা সৃষ্টিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভালো ব্যাংকগুলো সেই আস্থা ধরে রাখতে পারায় গ্রাহকেরা ঝুঁকছেন সেদিকেই।

