বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ব্র্যান্ড সিম্ফনি বাজারে এনেছে তাদের নতুন স্মার্টফোন ইনোভা ৪০। অত্যাধুনিক ডিজাইনের এই ফোনটি পাওয়া যাবে পাঁচটি প্রিমিয়াম কালারে—স্পেস ব্ল্যাক, টাইটেনিয়াম সিলভার, কসমিক গোল্ড, আইস গ্রিন এবং রেডিয়াম গ্রিন। ৯ আগস্ট থেকে সারা দেশের সিম্ফনি আউটলেটে মিলবে এই মডেলটি।
দুটি ভ্যারিয়েন্টে আসা ইনোভা ৪০–এর মধ্যে রয়েছে ৬ জিবি ও ৮ জিবি র্যামের সংস্করণ, উভয়টিতেই থাকছে ১২৮ জিবি রম এবং যথাক্রমে ৬ জিবি ও ১২ জিবি এক্সপ্যান্ডেবল র্যামের সুবিধা। দাম নির্ধারণ করা হয়েছে ৬ জিবি সংস্করণের জন্য ১০,৯৯৯ টাকা এবং ৮ জিবি সংস্করণের জন্য ১১,৬৯৯ টাকা।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। ২০:৯ অ্যাসপেক্ট রেশিওতে ৬.৭৫ ইঞ্চির ইনসেল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন এইচডি+ (৭২০x১৬০০)। পারফরম্যান্সের জন্য এতে আছে ইউনিসক টি৬১৫ অক্টাকোর প্রসেসর (১.৮ গিগাহার্জ) এবং জিপিইউ ৮৫০ মেগাহার্জের শক্তিশালী সাপোর্ট। দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য মেমোরি স্টোরেজে ব্যবহার করা হয়েছে uMCP প্রযুক্তি।
ক্যামেরার ক্ষেত্রে আছে ৫০ মেগাপিক্সেলের সনি IMX সেন্সর, যা ১.৯ অ্যাপারচারের জন্য স্পষ্ট এবং জীবন্ত ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (২.০ অ্যাপারচার)। ক্যামেরা ফিচারে যুক্ত হয়েছে এআই মোড, স্লো-মোশন, বোথ ক্যামেরা পোর্ট্রেট, এইচডিআর, প্রো মোডসহ একাধিক উন্নত ফিচার।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দীর্ঘক্ষণ ব্যবহার এবং দ্রুত চার্জ নিশ্চিত করবে। দুটি ন্যানো সিম সাপোর্টের পাশাপাশি আলাদা মেমোরি কার্ড স্লটও রয়েছে।
সিকিউরিটির জন্য যুক্ত হয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্যাটার্ন লক এবং পাসওয়ার্ড সুরক্ষা। এছাড়া জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং কম্পাস সেন্সরের মতো প্রয়োজনীয় সেন্সরগুলোও রয়েছে এই স্মার্টফোনে।
অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে নয়েজ ক্যানসেলেশন, ডায়নামিক আইল্যান্ড এবং ডুয়াল অ্যাপ ব্যবহারের অপশন, যা ফোনটিকে আরও বহুমুখী করে তুলেছে।