খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
খুলনা অফিস || ভয়েজ অফ জাস্টিস

পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী পারভিন বেগম (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩টায় মারা যান। নিহত গৃহবধূ রূপসা উপজেলার যুগীহাটি এলাকার পলাশ শেখের স্ত্রী।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার পর থেকে পলাশ শেখ পলাতক রয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জানা যায়, পৌনে ১২টার দিকে দিকে পারিবারিক কলহের জেরে পলাশ লোহার দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করেন। রক্তাক্ত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

