স্পেশাল করেসপন্ডেন্ট || ভয়েজ অফ জাস্টিস

ভারতের বাঙালি গায়িকা মোনালি ঠাকুর ও তার বিদেশি স্বামী সুইস রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিচারের সংসারে নেমেছে অশান্তির ছায়া। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দাম্পত্য জীবনে তারা কঠিন সময় পার করছেন এবং বিচ্ছেদের দিকেও এগোতে পারেন। যদিও এ বিষয়ে দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
গত বছর মোনালির মায়ের মৃত্যুর সময়ই সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়। স্বামীর সঙ্গে থাকা সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন মোনালি এবং মাইককেও আনফলো করেন তিনি। ঘনিষ্ঠ মহলের মতে, কয়েক বছরে তাদের মধ্যে দূরত্ব বেড়েছে এবং দম্পতি হিসেবেও আর আলোচনায় থাকেন না তারা।
২০১৭ সালে গোপনে বিয়ে করেছিলেন মোনালি ও মাইক। তবে তিন বছর পর বিয়ের খবর প্রকাশ করেন এই সংগীতশিল্পী। সুইজারল্যান্ড ভ্রমণের সময় তাদের প্রথম পরিচয় এবং সেখান থেকেই শুরু প্রেমের গল্প।
জনপ্রিয় সংগীতশিল্পী শক্তি ঠাকুরের কন্যা মোনালি ঠাকুর বলিউডে একাধিক হিট গানে কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘জারা জারা টাচ মি’, ‘খুদায়া খায়ের’, ‘গোলমাল’সহ আরও অনেক। পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন তিনি।

