স্পেশাল করেসপন্ডেন্ট || ভয়েজ অফ জাস্টিস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন। ওই বৈঠকে অর্থ উপদেষ্টা ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও অর্থ সচিবও যুক্ত হবেন বলে জানা গেছে।
২০২৩ সালে স্বাক্ষরিত ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে গত ১ মে আইএমএফ প্রধানকে চিঠি পাঠান ড. ইউনূস। এর জবাবে ১৯ মে জর্জিয়েভা বাংলাদেশের প্রতি আইএমএফের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
পরবর্তীতে অর্থ বিভাগ জুলাইয়ে বৈঠকের সময়সূচি প্রস্তাব করে এবং এর ধারাবাহিকতায় ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ভিডিও কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের বোর্ড ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে, যা ৪২ মাসের মধ্যে সাত কিস্তিতে ছাড় হওয়ার কথা। এ পর্যন্ত প্রায় ৩৬১ কোটি ডলার ছাড় হয়েছে, বাকি রয়েছে ১০৯ কোটি ডলার। এই কর্মসূচির শর্ত হিসেবে এনবিআর সংস্কার, খেলাপি ঋণ হ্রাস, ভর্তুকি কমানো এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।
অন্তর্বর্তী সরকার আশা করছে, শেষ কিস্তি ছাড়ের পাশাপাশি কিছু নতুন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং বাজেট সাপোর্টের জন্য অতিরিক্ত ঋণের বিষয়ে আলোচনাও হবে এই ভিডিও কনফারেন্সে।

