ইসলাম ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস

আজান ইসলামের একটি মহৎ প্রতীক। মুসলমানদের ইবাদতের জন্য এটি হলো মূল আহ্বান। শুধু নামাজের ডাক নয়, আজান শোনার পর দোয়া করার বিশেষ ফজিলতের কথাও হাদিসে বর্ণিত হয়েছে।
জাবির ইবনে আবদুল্লাহ্ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পড়বে:
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ
(উচ্চারণ) আল্লাহুম্মা রব্বা হাজিহিদ দা‘ওয়াতিত তা’ম্মাহ, ওয়াস সালাতিল কায়িমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াব‘আছহু মাকামান মাহমুদানিল্লাযি ওয়াআ‘দতাহ
(অর্থ) : হে আল্লাহ! এই পূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের রব, মুহাম্মদ (সা.)-কে (জান্নাতে প্রবেশের) মাধ্যম ও শ্রেষ্ঠ মর্যাদা দিন। আর তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।
তিনি আরও বলেন— কিয়ামতের দিন সে ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে।” (সহিহ বুখারি, হাদিস: ৬১৪)

