শবনম ফারিয়ার রিসোর্ট খোঁজা নিয়ে সারজিসের পরামর্শ
বিনোদন ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি পরিবার নিয়ে ২-৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট, হোটেল কিংবা স্টে হোম কেউ সাজেস্ট করতে পারেন?”
তার এই পোস্টে অনেক নেটিজেন বিভিন্ন তথ্য দিয়ে মন্তব্য করতে শুরু করেন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমও পরামর্শ দেন। তিনি লিখেন, “তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলক ভালো। এছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম।”
সারজিসের মন্তব্যের জবাবে শবনম ফারিয়া সংক্ষেপে ধন্যবাদ জানান।
এই প্রতিবেদনের সময় পর্যন্ত সারজিসের মন্তব্যে ৪ হাজারের বেশি রিঅ্যাকশন এবং প্রায় ৬০০’র বেশি রিপ্লাই এসেছে।

