ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস

অতীতে রাষ্ট্রীয় সম্পদ লুট করে ব্যক্তিগত সম্পদ গড়েছে এমন শক্তিকে ক্ষমতায় না দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
শুক্রবার (৫ আগস্ট) রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৫ আসনের কাফরুল থানা দক্ষিণ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। এ সময় আরও উপস্থিত ছিলেন নগরীর কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, শাহ আলম তুহিনসহ অনেকে।
শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মানুষের কল্যাণ ও মুক্তিই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য।
তিনি বলেন, আমরা নেতিবাচক রাজনীতির পরিবর্তে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছি। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র হবে বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত। অতীতে আমাদের দুইজন মন্ত্রী সৎ ও দক্ষতার পরিচয় দিয়েছেন, যা প্রমাণ করে ইসলামী নেতৃত্ব সে দায়িত্ব পালনে সক্ষম। তাই কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় আগামীতে ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে।
তিনি দ্বীন প্রতিষ্ঠায় ত্যাগের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, জুলাই বিপ্লব আমাদের সামনে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে। তবে শঙ্কা এখনও পুরোপুরি কেটে যায়নি, তাই সতর্কভাবে এগোতে হবে।
রাজনীতিতে মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতের নেতৃত্বকে বিবেকবান ও আল্লাহর কাছে জবাবদিহির মনোভাব নিয়ে কাজ করতে হবে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণকে নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ হয়েছেন। তাই আগামীর বাংলাদেশ গড়তে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

