আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


মৃগী রোগে ভুগছেন ফাতিমা সানা

ফের পর্দায় এসে আলোচনায় আমির খানের ‘দঙ্গল কন্যা’ খ্যাত ফাতিমা সানা শেখ। কিন্তু এর বাইরে এক দুঃসংবাদ জানালেন অভিনেত্রী। মৃগী রোগে ভুগছেন এই অভিনেত্রী! ফাতিমা জানিয়েছেন, এই রোগের বিষয়ে শুরুতে কাউকে বলেননি। তবে এবার মুখ খুলেছেন। এই অসুখ নিয়ে কি কী সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে, তা জানালেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে ফাতিমা বলেছেন, ‘দঙ্গল-এর শ্যুটিংয়ের সময় আমার প্রথম মৃগী রোগটি ধরা পড়ে। আমি এটাকে কিছুতেই মানতে পারছিলাম না। এমনকি স্বীকার করতেই রাজি ছিলাম না যে আমার এমন স্নায়বিক ব্যাধি রয়েছে। যে কারণে আমি ওষুধও খাইনি।’

ফাতিমা বলেন, ‘খুব ভয়ে ছিলাম যদি লোকজনের সামনে খিঁচুনি শুরু হয়, যেটা কিনা এই রোগের অন্যতম একটা লক্ষ্মণ। মৃগী রোগীদের অনেক কলঙ্কের ভাগীদার হতে হয়, লোকেরা মনে করে আপনি হয়ত মাদকাসক্ত, মনোযোগ পেতে চাইছেন, অথবা ভোগ করছেন। অনেকেই এই রোগে আক্রান্তদের এড়িয়ে যেতে চান।’

ফতিমা আরও বলেন, ‘বেশিরভাগ মানুষই মৃগীরোগ সম্পর্কে ভালোভাবে জানেন না। এটা কীভাবে মোকাবিলা করতে হয়, সেকথা জানেন না। লোকজনের এটা সম্পর্কে জ্ঞানের সত্যিই অভাব রয়েছে।’

মৃগী রোগীদের খিঁচুনি ঠিক কেমন হয়, তা ব্যাখ্যা করে ফাতিমা বলেন, খিঁচুনির পরে মৃগীরোগীরা প্রায়শই ট্রমা অনুভব করেন। কথা প্রসঙ্গে নিজের কথা টেনে ফতিমা বলেন, ‘যেহেতু আমি ঠিকমতো ওষুধ খেতাম না, তাই আমার বেশিই খিঁচুনি হবে সেটাই স্বাভাবিক। আমি ওষুধ খেতেই চাইনি। আমি শুধু লোকজনের সঙ্গেই যুদ্ধ করছিলাম না, ওষুধের সঙ্গেও যুদ্ধ করেছি। আমি ভেবেছিলাম স্বাভাবিক জীবনযাপনের জন্য আমার এগুলির দরকার নেই।’

সূত্র : হিন্দুস্থান টাইমস


Top