আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


‘আল্লাহ রক্ষা করো’, ফেসবুকে চমকের পোস্ট

গতকাল চট্টগ্রামে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঢাকায় শিল্পকলা একাডেমিতে শো চলাকালানী সময়ে একটি নাটক বন্ধ করে দেওয়ার ঘটনায় সরগরম সামাজিক মাধ্যম। হঠাৎ করে দুঃশ্চিন্তার ছায়া শোবিজ অঙ্গনে। এসব নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা যুক্তিতর্ক। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

এরইমাঝে নিজের অনুভূতি জানিয়ে আলোচনায় উঠে এলেন আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রবিবার (৩ নভেম্বর) সকালে হতাশা প্রকাশ করে ফারিয়া লিখেছেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু-বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা!’ তবে একের পর এক নেতিবাচক মন্তব্যে শেষ পর্যন্ত স্ট্যাটাসে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘স্ট্যাটাসটা একটা প্রেম-ভালোবাসা বিষয়ক স্ট্যাটাস ছিল! বাকিটা মনে হচ্ছে ইতিহাস। ধন্যবাদ পেজের রিচ বাড়ানোর জন্য! যে যা ভেবে শান্তি পায়!’

অন্যদিকে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘এক দানবের হাত থেকে বের হতে না হতেই, অন্য মহাদানবের আবির্ভাবের বিষয়টা, তারাই সবচেয়ে বেশি রিলেট করতে পারবে, যারা এক টক্সিক রিলেশন থেকে বের হয়ে আরো এক্সট্রিম টক্সিক রিলেশনে গিয়েছে। আল্লাহ রক্ষা করো।

চমকের এই পোস্টেও নেটিজেনদের মন্তব্য অভিনেত্রীকে বেশ বিপাকে ফেলেছে। একের পর এক বিদ্রুপমুলক মন্তব্য ভেসে আসছে তার পোস্টে। একজন মন্তব্য করেছেন, ‘লাল বিপ্লবীনি!! শিল্প, সাহিত্য, সংস্কৃতি অঙ্গনের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে, ধীরে ধীরে টের পাবে অঙ্গনের লোকজন।’ অন্য একজন লিখেছেন, ‘কেমন উপভোগ করছো নতুন লাল স্বাধীনতা?’ কেউ কেউ লিখছেন, ‘স্বাধীনতার স্বাদ কেমন আপা।

এমন অসংখ্য মন্তব্য দেখা যাচ্ছে অভিনেত্রীর পোস্টে। এরপরেই আরেকটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, “আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, স্বাধীনতা অর্জনের চেয়ে সবজির দাম কমানো কঠিন।”

এদিকে, দুই অভিনেত্রীরই এমন স্ট্যাটাসে নেটিজেনরা সাম্প্রতিক বিভিন্ন ইস্যুর সঙ্গে মিলিয়ে নানারকম মন্তব্য করছেন। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে তাদের পোস্ট। শবনম ফারিয়া পরবর্তীতে নিজের পোস্টের কমেন্ট বক্স অফ করে দেন।


Top