খুলনায় পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। মহানগরীর সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় শনিবার রাতে দূর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মনোয়ার হোসেন টগর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করে। অপরদিকে রোববার ভোরে জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে আলামিন শিকদার (৩৩) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নিহত টগর রং এর ঠিকাদার ছিল। রাত সোয়া ৯ টার দিকে কয়েকজন যুবক তার বাড়িতে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগে ছুরিকাঘাত করে। বুকের ডান পাশে আঘাত লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই বলেন, রাত সোয়া ৯ টার দিকে ৩ জন যুবক টগরের বাড়িতে আসে। তাদের দরজা খুলে দিলে গল্প করার একপর্যায়ে ওই ৩ জন যুবকের একজন মনোয়ার হোসেন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। তিনি আরও বলেন, হত্যাকারীরা নিহতের পূর্ব পরিচিত। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে।
এদিকে দিঘলিয়া নিহত ভ্যানচালক আলামিন সিকদার (৩৩) নন্দনপ্রতাপ গ্রামের কাওসার শিকদারের ছেলে। কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জামিল বলেন, শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আলামিনের স্ত্রী’র পূর্বের স্বামী মোঃ আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে ক্ষোভের বশবর্তী হয়ে সে হত্যাকান্ড ঘটিয়েছে।

