স্পোর্টস ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে তাকে অজ্ঞাত নম্বর থেকে ভয়ভীতি দেখানো হয়।
বুলবুল জানান, এক ব্যক্তি ফোনে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন এবং স্পষ্ট ভাষায় বলেন, “ইলেকশন না করলে ভালো হয়।” এ ঘটনার পর থেকেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে বিসিবির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর লিখিতভাবে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন সামনে রেখে সভাপতি নিয়মিতভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বোর্ডের কার্যক্রমে অংশ নিচ্ছেন। এ কারণে তার ঝুঁকি বেড়ে গেছে। যেকোনো অঘটন ঠেকাতে দ্রুত একজন নিরাপত্তা কর্মকর্তা (গানম্যান) দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
এদিকে বিসিবি নির্বাচনের উত্তাপ বেড়েই চলেছে। আগামী ৪ অক্টোবর পরিচালনা পরিষদের ভোট হওয়ার কথা। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ফারুক আহমেদ। ফলে ভোটযুদ্ধ হবে হাড্ডাহাড্ডি, এমনটাই মনে করছেন ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্টরা।

