আজ || শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
শিরোনাম :
  যুবদল নেতা মাহবুব হত্যা : খুলনা ও সাতক্ষীরা থেকে আরও দু’জন গ্রেফতার       খুলনায় জামায়াতের বিক্ষোভ – দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি       পরিস্থিতির জন্য অন্তবর্তী সরকারের নির্লিপ্ততা দায়ী : খুলনা যুবদল       বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে শৈলমারী গেটের পলি অপসারণ শুরু       কুয়েট চালুর দাবিতে ইউজিসি’তে স্মারকলিপি দিয়েছে গার্ডিয়ান ফোরাম       ফরিদপুরের উদ্দেশ্যে খুলনা ছেড়েছেন এনসিপি নেতারা       আ.লীগ জঙ্গী সংগঠন, গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয় কেন্দ্র; অভিযুক্তদেরকে আইনের আওতায় আনতে হবে       খুলনায় অপহরণ মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা       কুয়েটে এক বছরের অনিয়ম তদন্তে ইউজিসি’র তদন্ত কমিটি       খুলনার সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সাড়ে ৪ ঘন্টা    
 


অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। চলমান রঞ্জি ট্রফি দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন তারকা এই ব্যাটার। সামাজিক যোগাযোগামাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

ভারতের জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর উইকেটের পেছনে তিনিই ছিলেন ভরসার নাম। তবে পরবর্তীতে ২০২১ সালের শেষ দিকে দলে জায়গা হারান এই উইকেটরক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। সেটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক শেষ ম্যাচ।

ভারতের হয়ে ৪০ টেস্ট আর ৯ ওয়ানডেতে ১৩০০ এর বেশি রান করেছেন ঋদ্ধি। যেখানে রয়েছে ৩ সেঞ্চুরি এবং ৬ হাফ-সেঞ্চুরি। উইকেটের পেছনে নিয়েছেন ৯২ ক্যাচ ও ছিল ১২ স্ট্যাম্পিং। কদিন আগেও জাতীয় দলের আশেপাশেই ছিলেন তিনি। তবে ঋশভ পান্ত ফেরায় এখন তার সেই সুযোগ আর নেই বললেই চলে।

তাছাড়া পান্তের ব্যাকআপ হিসেবে কেএস ভারত এবং ধ্রুব জুড়েল, কেএল রাহুল কিংবা সরফরাজ খানের মতো তারকারাও উইকেটের পেছনে দাঁড়াতে পারেন। আর এই বাস্তবতা মেনে অবসরের ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

যে কারণে জাতীয় দলে ফেরার আসা বাদ দিয়ে রঞ্জি ট্রফি খেলেই বিদায় বলতে আগ্রহী তিনি। ২০০৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৫ বছর বাংলার হয়ে খেলেছেন ঋদ্ধিমান। এরপর ২০২২ সালে চলে যান ত্রিপুরায়। সেখানে দুই বছর রঞ্জি খেলা শেষে আবার ফিরে আসছেন নিজের চেনা ডেরায়। এখান থেকেই নেবেন অবসর। নিজের এক্স-হ্যান্ডেলে এক পোস্ট নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।


Top